জামালপুরের বকশীগঞ্জে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলার সময় মনির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মনির হোসনকে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ।
আটক মনির হোসেন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের নাফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মোবাইল ফোনে ক্যাসিনো অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ মনির হোসেনকে আটক করে।আটকের পর তার মোবাইল ফোনে ক্যাসিনো অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আটক মনির হোসেনকে শনিবার (১ নভেম্বর) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, অনলাইন জুয়া ও ক্যাসিনো খেলার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি রোধে সরকারের কঠোর অবস্থান