জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৯ নভেম্বর) রাত ১২টার পর সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিপক্ষ এ কাজ করেছে বলে দাবি করেছেন প্রীতম সোহাগ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দিয়েছেন তিনি।
প্রীতম সোহাগ জানান, গতকাল দিবাগত রাত ১২টার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়ির গেটের সামনে আগুন ধরিয়ে দেয়। এতে তার স্ত্রীর স্যান্ডেল, পাপোস ও বৈদ্যুতিক মিটার পুড়ে যায়। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়। আজ সকাল ৬টার দিকে তিনি ও প্রতিবেশীরা বিষয়টি টের পান।
জানা গেছে, রোববার রাতে জেলা শহর থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে যান প্রীতিম সোহাগ। ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা তাকে ঘুম থেকে ডেকে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি জানান। ধারণা করা হচ্ছে, পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে একটি গ্যাস ম্যাচও পাওয়া গেছে।
এদিকে এলাকার এক মুদি দোকনদার জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে ৩ জন তার বাড়ির সামনে থেকে বের হতে দেখেন তিনি। ধারণা করা হচ্ছে, তারাই আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি ফেসবুকে জানান দেন জুলাই যোদ্ধা প্রীতম সোহাগ। একটি ভিডিও পোস্ট করে তিনি আগুনের ক্ষয়ক্ষতি দেখান। ভিডিও দৃশ্যে তাকে বলতে শোনা যায়, ‘ওরা শুধু আমার বাড়ি ক্যান, যদি আমাকেও পুড়িয়ে দেয়, তারপরও ওদের বিরুদ্ধে দাঁড়াবো।’ এরপর পুড়ে যাওয়া পাপোস থেকে কিছুটা ছাই তুলে নিয়ে নিজের দাঁত মাজেন তিনি। আরও বলেন, ‘এনসিপি এত সহজ না।’
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘আগুন দেওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত ও অভিযোগ সাপেক্ষে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষানবীশ আইনজীবী প্রীতম সোহাগ নেত্রকোনা পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন।
মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিলো কিশোর