রাজশাহীতে তারেক রহমান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে রাজশাহী অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলার সমন্বয়ে বিশাল মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রমতে, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তিনি রাজশাহীতে এসেছিলেন। আজকের এই ঐতিহাসিক জনসভা মঞ্চ থেকেই তিন জেলার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান। সমাবেশ ঘিরে পুরো রাজশাহী শহর ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজিয়ে তোলা হয়েছে।

রাজশাহীর কর্মসূচি শেষ করে তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দেবেন। সেখানেও তিনি বিশাল জনসমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং নির্বাচনী বৈতরণী পার হতে কর্মীরা নতুন দিকনির্দেশনা পাবেন। নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় কড়া নজরদারি জোরদার করা হয়েছে।

AHA
আরও পড়ুন