ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাগাতিপাড়ায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে সীমিত আকারে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে বিএনপি।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালঞ্চি বাজারে বাগাতিপাড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক  ও সাবেক পৌর মেয়র মোশাররফ, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নেকবর হোসেন, পৌর যুবদলের আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম, বাগাতিপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক মোতালেব আলী পান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল বারি।

MMS
আরও পড়ুন