ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় বীজ আলুর দাম বেশি রাখায় জরিমানা

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

বগুড়ারয় বীজ আলুর দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা ও মূল্য প্রদর্শন না করায় ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার মেসার্স মন্ডল ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।

জানা যায়, বীজ আলুর দাম বেশি রাখছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মন্ডল ট্রেডার্সে গিয়ে দেখা যায় আলুর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে এবং কোনো মূল্য তালিকা দেওয়া নাই। এই অপরাধে আইন অনুযায়ী ৮০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বীজ চালুর দাম বেশি রাখা ও মূল্য প্রদর্শন না করায় মন্ডল ট্রেডার্সকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

SN/FI
আরও পড়ুন