ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আ’লীগ ক্ষমতায় টিকে থাকতে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে: সাকি

শেখ হাসিনা গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করেছিলেন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব বলেন। 

জোনায়েদ সাকি বলেন, জেনারেল আজিজ তার খুনি ভাইদের সুরক্ষা দিয়ে গেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আইজিপি বেনজীরের মতো আমলারা কেবল ক্ষমতার দাপটে সম্পদের পাহাড় গড়েছেন। শেখ হাসিনা গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করেছিলেন। গর্ব করে বলেছিলেন- শেখ হাসিনা পালায় না। কিন্তু ছাত্র-জনতার হাত থেকে রক্ষা পেতে ঠিকই পালিয়ে গেছেন। 

তিনি আরও বলেন, উন্নয়নের নামে জনগণের টাকা পকেটে তুলে বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীদের রাজাকারের নাতি অ্যাখ্যা দিয়ে যখন আত্মসম্মানে আঘাত হানলেন তখন তারা দেশের মর্যাদা রক্ষায় জীবন দিয়ে আন্দোলন শুরু করেছিল। তখন প্রত্যেকের আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করেছিলেন হাসিনা, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি।  

রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক এডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী প্রমুখ।

NC/RH
আরও পড়ুন