রাজশাহীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা ও মহানগর পুলিশের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখযোগ্য গ্রেপ্তাররা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর হালী হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভি (২৭), রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি নাইম ইসলাম (২৯), সাবেক সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত (৪২), চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল হান্নান (৬০), গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর মালেক (৫২), বাগমারা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জালাল উদ্দীন (২৯)।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরীতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
