পদ্মার চরে যৌথ বাহিনীর অভিযানে ৪ জনের সাজা

আপডেট : ০২ মে ২০২৫, ১০:০৫ পিএম

নাটোরে লালপুরে পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২ মে)  লালপুরে পদ্মার চরে চরদিয়াড় বাহাদুরপুর এলাকায় লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের নেতৃত্বে  যৌথবাহিনী অভিযান চালায় । এসময় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রবিউল (৩০) ও রাকিবুল (২২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)।

আটককৃতদের মধ্যে ৩জনকে ১ মাস ও রবিউলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুল কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই আদেশ দেন।

এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪জনকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

MMS
আরও পড়ুন