ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুশইন-কোরবানির পশুর চামড়া পাচাররোধে সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৯:৫৪ পিএম

পুশইন এবং কোরবানির পশুর চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। 

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

হাসিবুল হক বলেন, সীমান্তে সবধরনের পাচার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি সহ স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করা হচ্ছে। রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশইন হয় নি। তবে দেশের বিভিন্ন স্থানে পুশইনের বিক্ষিপ্ত কিছু ঘটনা রয়েছে। যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে বিজিবি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাক বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। 

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, উৎসব মুখর পরিবেশে জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধানসহ দেশের অভ্যন্তরীন আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় সদা সচেষ্ট ও সতর্ক রয়েছে। 

অনুষ্ঠানে বিজিবি-১ রাজশাহী ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

FJ
আরও পড়ুন