ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

আপডেট : ২৫ জুন ২০২৫, ০২:১১ পিএম

বগুড়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া মোবাইলফোন জব্দ করা হয়েছে। এই সময়ে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ জুন) ভোররাতে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়িতে সেনাবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ।

লেফটেন্যান্ট ফাহাদ জানান, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসিফ ও শাওন নামের কিশোর গ্যাংয়ের দুই  সদস্যকে আটক করা হয়।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, আটক দু জনসহ জব্দ হওয়া অস্ত্র ও মোবাইলফোনগুলো বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। 

RF/SN
আরও পড়ুন