রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম

রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-৫ এর সিপিএসসি দলের সদস্যরা এ অভিযান চালান। পরে সোমবার র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, অভিযানে মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মুরাদ শেখ দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। সে একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সে।

এর আগে ককটেলসহও গ্রেপ্তার হয়েছিলো সে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আবারও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

MMS
আরও পড়ুন