ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাণীনগরে স্কুলের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম

নওগাঁর রাণীনগরে এক স্কুলের নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) উপজেলার বরগাছা ইউনিয়নের মালশন গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আজাহার আলী মালশন-গিরিগ্রাম উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্তরত। তিনি মালশন গ্রামের (মন্ডল পাড়া) মৃত মজিবর প্রমাণিকের ছেলে।

স্থানীয় ও পারবিারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪-৫ জন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আজ সকালে নৈশপ্রহরী আজাহার আলীকে (৩৫) উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রামবাসীরা স্থানীয় বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন।

আহত আজাহার আলী বলেন, রাত ১২টার দিকে স্কুলের গেট খুলে বাহিরে বের হওয়ার সময় ৪-৫ জন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ২ জনকে চিনতে পারলেও বাঁকিদের চিনতে পারিনি। যাদের চিনতে পেরেছি, তারা হলেন সেকেন্দার আলীর দুই ছেলে বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি স্কুলের পাশেই। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে তুচ্ছ একটি ঘটনায় তর্ক-বিতর্কের জেরে এমন হামলা চালাতে পারে বলে ধারণা করছি। আমি জড়িতদের কঠিন শাস্তি চাই। আমি গরীব মানুষ, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার কিছু হয়ে গেলে পরিবারের সবাই অসহায় হয়ে যাবে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, আহতের স্ত্রী সুমী আক্তার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় গ্রামবাসী দুইজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও আহত আজাহারের পরিবারের সদস্যরা জড়িতদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন।

NJ
আরও পড়ুন