ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২ যুবক গুলিবিদ্ধ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার এলাকার পন্ডিতপাড়া গ্রামের আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, শিংনগর সীমান্তের ১৬৪/৫এর ১এস পিলার এলাকায় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যদের গুলিতে ২ যুবক আহত হয়েছেন।

এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে আহত যুবকদের স্বজদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা গুলিবিদ্ধর অস্বীকার করেছেন। এছাড়া সিংনগর বিওপির পক্ষ থেকে ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করেন।

NJ
আরও পড়ুন