গুলশানে চাঁদাবাজির ঘটনায় লালপুরের ২ ভাই আটক

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম

রাজধানীর গুলশানে আওয়ামীলীগের এক সাবেক সংসদ সদস্যর বাড়িতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ জনের মধ্যে দুই জনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায়।

আটককৃত ২ জন হলো- পৌরসভা এলাকার বিরোপাড়া গ্রামের কবিরুজ্জামান কবিরের ছেলে সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। তারা দুই ভাই রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুজনের বাবা কবির ১০ বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে। বতর্মান রাজশাহীতে বসবাস করছেন। এবং সেখানে একটি ফিলিং স্টেশনে চাকুরিতে নিয়োজিত আছেন।

এ বিষয়ে সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এর আম্মা আমেনা বেগম পলি মুঠোফোনে বলেন, আমরা রাজশাহীতে থাকি। আমার ছেলের বাবা একটি ফিলিং স্টেশনে চাকুরি করেন। ছেলে দুইটি খুবই ভালো। তারা দুই ভাই কোনো দিন খারাপ কাজের সাথে জড়িত ছিল না। তাদের আটককের বিষয়টি জানতে পেয়ে অবিশ্বাস্য মনে হচ্ছে। এমন ঘটনার সাথে কেমনভাবে জড়িত হলো তারা।

MMS
আরও পড়ুন