ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাটোর চিনিকলের মালামাল লুট করে ডাকাত

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:১০ এএম

নাটোরের চিনিকলে গার্ডদের বেঁধে রেখে মালামাল লুটের ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান বলে জানা গেছে।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে শহরের হুগলবাড়িয়া চিনিকল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, রাতে চিনিকলের পাহারাদাররা দায়িত্বে ছিলেন। মাঝরাতে ডাকাত দল গার্ডদের বেঁধে রেখে মালামাল লুট করে চলে যায়। তবে, কী পরিমাণ মালামাল লুট হয়েছিল তা জানা যায়নি। তদন্ত শেষে তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

নাটোর সদর থানার ওসি বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ কাজের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

NB/SN
আরও পড়ুন