নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬৫ বয়সের এক বৃদ্ধা নারী আহত হয়েছেন। এ সময় বসতবাড়ি ভাংচুর চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ১নং ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া দক্ষিণপাড়ার মৃত লহির উদ্দিন শাহের ছেলে মো. মকবুল হোসেন মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, বর্তমানে তিনি রাজশাহী জুট মিলে সহকারী জুট অফিসার পদে কর্মরত। চাকরির কারণে রাজশাহীতে থাকেন। তার বৃদ্ধা মা মোছা. মরিয়ম বেগম বাড়িতে একা থাকেন।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার পাকুড়িয়া গ্রামে দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষের লোকজন মকবুল হোসেনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে ঢুকে তারা ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে তার মাকে কুপিয়ে আহত করে।
হামলাকারীরা হলেন- মো. তৌফিকুল ইসলাম মিলন (৩৩), মো. আবু হাসান (৪০), মো. আ. রহিম (৬৫), মোছা. হাসিনা বেগম (৫৮) ও মোছা. নাইস (৩৩)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলার সময় আসামিরা টিনের চাল, দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে ফেলে, এতে ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। এছাড়া ঘরের ভেতর থাকা ছোট বাক্স থেকে প্রায় ৩.৫০ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য আনুমানিক ৫ লাখ ৯৫ হাজার টাকা), নগদ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান মকবুল হোসেন।
অপরদিকে প্রতিপক্ষের মো. আ. রহিম শাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে তিনি তার অংশ বুঝে নিতে এমনটি করেছেন। তবে লুটপাটের বিষয়টি সঠিক নয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লায় আইনজীবী হত্যায় বিএনপি নেতাকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
আড়াইহাজারে ডাক্তারের বাসায় চুরি, গৃহকর্মী আটক 