ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গভীর নলকূপের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা মাঠে গভীর নলকুপের ঘর থেকে এক নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের কালাইগাড়ি নামক একটি ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাঈদ ফকিরের (৬০) বাড়ি পার্শ্ববর্তী বেলগাড়ি গ্রামে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, কলিঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর গভীর নলকুপে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন সাঈদ ফকির। মৌসুম শেষ হওয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারা দিতে তিনি রাতে গভীর নলকুপের ঘরে ছিলেন। গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হাত-পা রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। 

খবর পেয়ে আহ সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

NJ
আরও পড়ুন