ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাবনায় কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম

পাবনা সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) বিকেল শহরের সংস্কৃতিকেন্দ্রের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

পাবনা সংস্কৃতিকেন্দ্রের পরিচালক আখতার উদ্দীনের সঞ্চালনায় সভায় আলোচনা করেন সহ-সভাপতি ওবায়দুর রহমান খান, তেলোয়াত বিভাগের সম্পাদক আমিনুর রহমান, নুরুল ইসলাম উজ্জ্বল, আব্দুল মোমিন ও জিলহজ্জ হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুলের জীবন ও সাহিত্যকর্ম আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, দেশে ও সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সব সময় অনুপ্রাণিত করে আসছে। বিদ্রোহী এ কবির রচনায় সাম্য, শান্তি ও ভ্রাতৃত্বের বাণী আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে শিখিয়েছেন। অত্যন্ত গরীব ঘরে জন্ম নিয়েও তুখর মেধাবী ছিলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবেন ও আছেন।

তারা আরো বলেন, নিপিড়ীত-নির্যাতিত মানুষের বঞ্চনার অবসান ঘটিয়ে ধর্মমত নির্বিশেষে সকল বাঙ্গালির মিলেমিশে সমতার ভিত্তিতে একটি নতুন সমাজ সৃষ্টির স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তিনি তাৎক্ষণিক কবিতা লেখে সবাইকে তাক লাগিয়ে দিতেন। এমন কবি তৈরি করতে আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগে নেওয়া দরকার।

অনুষ্ঠানে কাজী নজরুল রচিত ইসলামী গান পরিবেশন করেন তারেক মাহমুদ ও কবিতা আবৃত্তি করেন রুহুল আমীন রিয়াজী। 

NJ