ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম
নাটোরে ভুয়া কাবিন রেজিস্ট্রার তৈরি করে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে গুরুদাসপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাজী আব্দুল লতিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আব্দুল লতিফ কাজিকে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
এর আগে বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর পৌর সদরের কামারপাড়া এলাকায় ওই কাজীর বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।
 
দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল লতিফ কাজি (৫৪) গুরুদাসপুর পৌরসভার উত্তর নারিবাড়ি এলাকার মৃত কেফাত মোল্লার ছেলে। তার অফিস ও বাসা তল্লাশির সময় ভুয়া রেজিস্ট্রার উদ্ধারসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২২৮ ধারায় দোষী সাব্যস্ত করে বিবাহ নিরোধ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
এ বিষয়ে স্থানীয় আব্দুর রশিদ, আব্দুল বারী, লিটন হোসেন ও মকবুল হোসেন জানান, লতিফ কাজি দীর্ঘদিন ধরে গোপনে বাল্যবিয়ে পড়ানোসহ বিভিন্ন ধরনের জালিয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন। তার শাস্তির ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
 
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিয়ে ও প্রতারণা প্রমাণিত হওয়ায় লতিফ কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
NJ
আরও পড়ুন