ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মানসিক ভারসাম্যহীন পুত্রবধূর হাতে প্রাণ গেলো শ্বশুরের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম
পাবনার সাঁথিয়ায় মানসিক ভারসাম্যহীন পুত্রবধূর ধারালো বঁটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মোজামের বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘ বছর ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সাথে গত ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি মানসিক রোগে ভুগছিলেন বলে জানায় তার পরিবার। তিনি ঢাকাস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
 গতকাল রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দেয়। এ সময় হাতের কাছে থাকা ধারালো বঁটি দিয়ে শ্বশুর মোজামের পেটে ও পিঠে কুপিয়ে পেটে ভয়ানক জখম করেন। পরে নিজেই নিজেকে আঘাত করেন রুমি।

পরে গুরুতর আহত অবস্থায় মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। 
NJ
আরও পড়ুন