ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিংড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
 
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত গৃহবধূ টুম্পা (২০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের রহিমের মেয়ে। অভিযুক্ত স্বামী রশিদুল ইসলাম (২৪) সিংড়ার সরিষাবাড়ি গ্রামের মন্তাজ প্রামানিকের ছেলে। টুম্পা ও রশিদুলের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, টুম্পা ও রশিদুলের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। মাঝেমধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে টুম্পা রাগ করে বাবার বাড়ি চলে যেতেন। বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বাঁধে।
 
এ সময় রশিদুল ক্ষিপ্ত হয়ে টুম্পাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই টুম্পা মারা যান। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রশিদুল পলাতক রয়েছে।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
NJ
আরও পড়ুন