বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বগুড়া শহরের নারুলী এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাকিবকে গ্রেপ্তার করে গতকাল রাতেই তাকে ঢাকায় নিয়েছে শাহবাগ থানা পুলিশ। তারা আমাদেরকে বিষয়টি অবগত করেছে। ভোররাত ৪টার দিকে তারা বিষয়টি আমাদের জানায়।
তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকায় নিয়ে গেছে। এর বাইরে আমাদের কাছে এখন আর কোন তথ্য নেই। মামলার কাগজপত্র আমাদের কাছে এলে জানতে পারবো বিষয়টি কী।
উল্লেখ্য, বগুড়ায় ২০২৪-এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকায় ছিলেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেওয়া হয়।
এমপির বাড়িতে 'পাগলের আশ্রম' বানানো সমন্বয়ক গ্রেপ্তার