ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সলঙ্গায় আসামি ধরতে গিয়ে পুলিশের মোটরসাইকেল চুরি

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে গিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুলিশ সদস্য এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত (অ্যাপাচি আরটিআর) মোটরসাইকেল চুরি হয়েছে। এক মাস পেরিয়ে গেলেও মোটরসাইকেলটি উদ্ধার হয়নি।
 
এদিকে সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় আইনি কোন পদক্ষেপ না নেওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলছেন অনেকেই।

জানা যায়, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে থানার (উপ-পরিদর্শক) এসআই মাইনুল হক এবং এএসআই জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে যান। আসামির বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার রাস্তা না থাকায় একটি বাড়িতে দুটি মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে অভিযানে যান।
 
অভিযান শেষে ফিরে এসে তারা দেখতে পান, এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত মোটরসাইকেলটি নেই। পরে বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর দিতে পারেনি। এক মাস পার হলেও সেই মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় কোনো জিডি (সাধারণ ডায়েরি) বা মামলাও দায়ের হয়নি।
এ বিষয়ে মোটরসাইকেলের মালিক ও সলঙ্গা থানার এএসআই জিয়াউর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আমার ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে। এর বেশি জানতে চাইলে ওসি স্যারের সাথে যোগাযোগ করুন।

এসআই মাইনুল হক বলেন, থানার দায়িত্ব পালনে গিয়েই মোটরসাইকেলটি হারিয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেন মামলা না হওয়ার বিষয়ে তিনি বলেন, ওসি স্যার এবং যার মোটরসাইকেল খোয়া গেছে, তিনি ভালো বলতে পারবেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেলটি হারিয়েছে। তবে এ পর্যন্ত কোন অভিযোগ দেয়নি তিনি। হারানো মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
NJ
আরও পড়ুন