নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পরিচয় দিয়ে নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলার রাসেল।
তিনি জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ৯১৭০৪৪২৩৭৭৬৯ নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তার ব্যক্তিগত ফোনে কল আসে। কল দেওয়া লোকটি নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন।
এ সময় এমপি শিমুল পরিচয়দানকারী বলেন, কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা আসামি মো. রাশিদুল ইসলাম কোয়েলের জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে যেন না জানানো হয়, সেই নির্দেশ দেন। অন্যথায় “সমস্যা হবে” বলে হুমকি দেন বলেও অভিযোগ করেন জেলার।
পরে জানা যায়, কোয়েল জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ তাকে পুনরায় জেল গেট থেকে গ্রেপ্তার করে। এর পরপরই পুনরায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলার শেখ মো. রাসেলের সরকারি মোবাইলে আবারো একটি হুমকিমূলক বার্তা আসে।
সে বার্তায় লেখা ছিল, আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন আপনার বৌসহ পুরো পরিবারকে কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন।
উল্লেখ্য, অবৈধভাবে ভারতে পালানোর একটি মামলায় কুষ্টিয়া জেলা কারাগারে আটক ছিলেন সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েল। বর্তমানে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল কানাডায় পলাতক অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জেলার শেখ মো. রাসেল বলেন, ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠিতে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
ফটিকছড়িতে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি