সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে রাজশাহীতে গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ রাসকিনের নেতৃত্বে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সারবিজয়ী যোদ্ধা, সংগঠক ও সংস্কৃতিজনরা অংশগ্রহণ করেন। পথসভা, শোভাযাত্রা ও সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে যোগ দেন স্থানীয় অংশীজনরাও।
ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, স্তন ক্যান্সার যদি শুরুতেই ধরা যায়, তাহলে সঠিক চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। কিন্তু অনেক নারী লজ্জা বা ভয় থেকে এই বিষয়ে কথা বলেন না। অনেকে আবার নিজেরা কীভাবে পরীক্ষা করবেন, তাও জানেন না। শহরে কিছু সচেতনতা থাকলেও গ্রাম বা উপজেলার অনেক মানুষ এখনো জানেন না এই বিষয়ে। অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস, তাই আমরা এই মাসে গোলাপি সড়ক শোভাযাত্রা করে মানুষকে সচেতন করার চেষ্টা করি।
এর আগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বৃহত্তর ময়মনসিংহ ও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই শোভাযাত্রা ছুটে গেছে। এবার ঢাকা থেকে রাজশাহী হয়ে খুলনায় যাচ্ছে গোলাপি শোভাযাত্রা।
আয়োজকরা জানান, দীর্ঘ এই শোভাযাত্রাটি ঢাকা থেকে শুরু হয়ে আজ রাজশাহী হয়ে খুলনা যাওয়ার পথে মোট ১৭টি স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এ বছরের গোলাপি শোভাযাত্রায় প্রতিটি স্থানে পথসভা, শোভাযাত্রা ও তথ্যবহুল লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করা হবে। আজ খুলনায় সমাপ্ত হবে এ বছরের গোলাপি শোভাযাত্রাটি।
স্তন ক্যান্সার শনাক্ত হবে কয়েক মিনিটেই: চিকিৎসক