ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই (২০২৫-২০২৬) মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
 
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ অতিথিরা মিলের ক্যান কেরিয়ারে আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে মিলের ‘ক্যান কেরিয়ার’ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) রশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নূরুজ্জামান এনডিসি, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ ও লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।
লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের এডিএম (কৃষি) আনিসুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুসহ আখ চাষিরা, মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
 
মিল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২ লাখ মেট্রিকটন ৬.৫০ রিকভারিতে আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫ ভাগ।
 
গতকাল থেকে ৩১টি আখ ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ ক্রয় শুরু হয়েছে। এ বছর প্রতি মণ আখের দাম গত বছরের তুলনায় ১০ টাকা বৃদ্ধি করে ধরা হয়েছে ২৫০ টাকা।
NJ
আরও পড়ুন