নাটোরের বড়াইগ্রামে এক রাতে ৪ স্থানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে সব টাকা নিয়ে গেছে। এছাড়া ২ বাড়ির জানালার রড ও দরজার তালা ভেঙ্গে দুইটি স্মার্ট টেলিভিশন, রাউটার এবং এক বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে ৪টার মধ্যে বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লায় এসব চুরি সংঘটিত হয়েছে।
বনপাড়া পৌর ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর জানান, কালিকাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা-পয়সা নিয়ে গেছে। এ সময় চোরের দল মসজিদের প্রধান দরজার লোহার লক ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টাও করেছিলো।
একই রাতে ওই জামে মসজিদের অদূরে মানিক হোসেনের বাড়িতে ঢুকে বাড়ির সব দরজা বাইরে থেকে আটকিয়ে দিয়ে ব্যাটারিচালিত ভ্যান এবং একই মহল্লার কামাল হোসেনের বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে ও পার্থ সিলভেস্টারের বাড়ির প্রধান দরজার তালা ভেঙ্গে দুইটি স্মার্ট টেলিভিশন নিয়ে যায়।
শেষের ২ বাড়িতে রাতে কোন লোকজন ছিল না। চোরের দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খুঁজতে এই দুই বাড়ির আসবাবপত্র তছনছ করে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, চুরির ঘটনা শুনেছি। এলাকার মাদকসেবীরা এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে চোর শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সাংবাদিক পরিচয়ে হাসপাতালে ঢুকে ব্যাগ চুরি, গ্রেপ্তার ৫