গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে কয়েক শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে বাধা দেয় পুলিশ । বাধা পেয়ে গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক অবরোধ করে ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
এসময় বিভিন্ন ভবনের দেয়ালে প্রতিবাদী শ্লোগান ও দেয়াল লিখন করে তারা।
দুপুরে বিক্ষোভের এক পর্যায়ে তারা আবারো শহরে প্রবেশ করার চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) ইবনে মিজান জানান, এখন শহরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।কোন ধরনের অপ্রতিকর ঘটনা নেই।
