লালমনিরহাটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ির মেলা। ‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’ এই স্লোগানে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গড্ডিমারী উচ্চ বিদ্যালয় মাঠে আরডিআরএস-বাংলাদেশের জননী প্রকল্প এ মেলার আয়োজন করে।
মেলাতে স্বাস্থ্য সেবা, নাটিকা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয়। সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।
সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এই ‘বউ-শাশুড়ির’ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
মেলায় দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমায়। গ্রাম বাঙলার ঐতিহ্য এ মেলা উপভোগ করেন সকল শ্রেণী-পেশার মানুষ।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মাইনুদ্দিন ভূঁইয়া, স্থানীয় সমন্বয়কারী নুর আলম, গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ।
