ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বন্দর কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

সোনাহাট স্থলবন্দর এলাকায় ২৮ নভেম্বর একই স্থানে ও একই সময়ে বিএনপির দুটি পক্ষ সভা-সমাবেশ আহ্বান করেছে। এ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে কমিটি নিয়ে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ আহ্বান করায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৭ নভেম্বর) রাতে  এ আদেশ দেন।

আদেশে বলা হয়, সোনাহাট স্থলবন্দর এলাকায় ২৮ নভেম্বর একই স্থানে ও একই সময়ে বিএনপির দুটি পক্ষ সভা-সমাবেশ আহ্বান করেছে। এ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোনাহাট স্থলবন্দর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইউএনও গোলাম ফেরদৌস বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপির বিবাদমান দুইপক্ষ পিছু হটেছে। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত ।

 

 

 

RA/WA
আরও পড়ুন