পঞ্চগড়ে তৃতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে উত্তরের হিমালয়কন্যা খ্যাত এই জেলায় জেকে বসেছে হাড়কাপানো শীত। সকালে রোদ ছড়াচ্ছে সূর্য। তবে হিমেল হাওয়ায় অনুভূত শীতের তীব্রতায় বিপর্যস্ত এ অঞ্চলের জনজীবন। শীতের প্রকোপে সর্দি, কাশি, নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ায় জেলা-উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগী।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার রেকর্ডে তৃতীয় দফায় বইছে মৃদু শৈতপ্রবাহ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বছরের শুরুতেও শৈত্যপ্রবাহের আভাস