ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবৈধ পথে বাংলাদেশে আসায় ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০১:১২ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে কাজ করতে আসা এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে আদালতে পাঠায় পুলিশ। 

এর আগে শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া টাইয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।

আটক সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়ার।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া এলাকায় দিনমজুরে কাজ করছিলেন। এর আগেও তিনি একইভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরে কাজ করেছেন। শনিবার বিকেলে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝিপাড়া টাইয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে সতীশকে আটক করে মাঝিপাড়া বিওপি সদস্যরা। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির জানান, বিজিবি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে রোববার সকাল ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

RA/AHA
আরও পড়ুন