লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে তৃতীয় লিঙ্গের তিনজনসহ পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (২২মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এর আগে শুক্রবার (২১ মার্চ) বিকেলে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের পানবাড়ি বিওপির তিনবিঘা করিডোর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী। অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমার।
এ সময় বিএসএফ পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তৃতীয় লিঙ্গের তিনজনসহ পাঁচজন বাংলাদেশি। সেখানে দীর্ঘ সময় কাটিয়ে শুক্রবার (২১ মার্চ) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ৬ বিএসএফের ওমর ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে আটকদের ফেরত দিতে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ।
রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, আলোচনার মাধ্যমে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
