ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদে কারাবন্দিরা পেলেন উপহার, স্বজনরা ফুল ও চকলেট

‘লালমনিরহাট কারাগারকে একটি আধুনিক সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম

 

ঈদে কারাবন্দিদের দেখতে আসা স্বজনদের ফুল ও চকলেট দিয়ে বরণ করল লালমনিরহাট কারা কর্তৃপক্ষ। পাশাপাশি বন্দিদের দেওয়া হচ্ছে উন্নতমানের খাবার। এছাড়া স্বজনরা বাসায় রান্না করা খাবারও বন্দিদের খাইয়েছেন।

প্রত্যেক বন্দির আত্মীয়স্বজনের সাথে দেখা-সাক্ষাতের পাশাপাশি টেলিফোনেও কথা বলার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। 

জেলা কারাগার চত্বরে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা বন্দিদের স্বজনের জন্য রান্না করা পোলাও, মাংস ও মিষ্টিসহ বিভিন্ন খাবার নিয়ে এসেছেন। পরে সেগুলো নিয়ম মেনে পরীক্ষা করে বন্দিদের দেওয়া হয়।

জানা গেছে, এছাড়া নারী বন্দিদের সাথে থাকা শিশু, দুঃস্থ ও মানসিক ভারসাম্যহীন বন্দিদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী, জামা ও লুঙ্গি উপহার হিসেবে দেওয়া হয়।

বন্দিদের আত্মীয়স্বজনদের অভ্যর্থনা জানানোর জন্য ঈদের তৃতীয় দিন পর্যন্ত ফুল, শিশুদের চকলেট ও তৃষ্ণার্ত দর্শনার্থীদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশী বন্দি ও তাদের স্বজনরা।

লালমনিরহাট জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহীল ওয়ারেস জানান, ডিআইজি (প্রিজন্স) রংপুর, জেলা প্রশাসক, ও জেল সুপারের সময়োপযোগি দিক নির্দেশনা মেনে ভাবিষ্যতেও এমন কর্মসূচি অব্যহত থাকবে।

তিনি বলেন, ‘লালমনিরহাট কারাগারকে একটি আধুনিক সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

 

NC/br
আরও পড়ুন