পঞ্চগড় সীমান্তে আরো ২৬ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:২৮ পিএম

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও নারী-শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিজিবি তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এর আগে সোমবার (২ জুন) গভীর রাতে জেলার পৃথক দুই সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে আটক করে। এদের মধ্যে ৮ পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইন করা হলে মঙ্গলবার সকালে তাদেরকে গ্রাম পুলিশ সদস্যরা আটক করে ঘাগড়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।

অপর দিকে, একই উপজেলার চাকলাহাট ইউনিয়নের রতনীবাড়ি সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করা হলে শিংরোড বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দেন। তারা ১০-১৫ বছর ধরে ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকায় কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এনে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। বিএসএফ সদস্যরা রাতের আঁধারে বাংলাদেশে পুশ-ইন করে। পরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিজিবি আমাদের কাছে ২৬ জনকে হস্তান্তর করেছে। প্রশাসনের সঙ্গে কথা বলে আপাতত তাদের নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা বাংলাদেশের নাগরিক কি না যাচাই-বাছাই করছি।

এর আগে তিন দফায় ১১ জন, ২১ জন এবং দুজন করে মোট ৩৪ জনকে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ-ইন করে বিএসএফ।

AA/FJ
আরও পড়ুন