ঢাকা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গাইবান্ধায় দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৪ 

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৪ চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটক সন্ত্রাসীরা হলেন- আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সেনাবাহিনী সুত্রে জানা গেছে।

‎বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আজাদ মন্ডলের ব্যবসায়ী সমবায় সমিতি লি. অফিস ও নিজ বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় রামদা, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, ল্যাপটপ ও ইয়াবা ট্যাবলেট।

আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে বিষয় টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

SN
আরও পড়ুন