গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৪ চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটক সন্ত্রাসীরা হলেন- আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সেনাবাহিনী সুত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আজাদ মন্ডলের ব্যবসায়ী সমবায় সমিতি লি. অফিস ও নিজ বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় রামদা, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, ল্যাপটপ ও ইয়াবা ট্যাবলেট।
আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে বিষয় টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।