ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাইবান্ধার দুই বিদ্যালয়ের সবাই ফেল

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:৩২ এএম

গাইবান্ধার এমপিওভুক্ত দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেনি একজন পরীক্ষার্থীও। বিদ্যালয় দুইটির মধ্যে একটি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়।

এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর পরীক্ষার্থী ছিল ৬ জন এবং সাঘাটার গরিদাহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ২৪ জন।


জানা যায়, গরিদাহা উচ্চ বিদ্যালয়টির ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ জন এবং মানবিক বিভাগে ১৪ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় । তাদের একজনও পাস করেনি। বিদ্যালয়টিতে ১৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছে তার মধ্যে শিক্ষকের সংখ্যা ১২ জন।

অন্যদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৬ জন। তারা সবাই মানবিক বিভাগের। বিদ্যালয়টির ১২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে শিক্ষক ১০ জন।


গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম গাইবান্ধার দুইটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

RF/AHA
আরও পড়ুন