ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১১:৩৫ এএম

গাইবান্ধার সাঘাটা থানায় কর্তব্যরত অবস্থায় এএসআই (সহকারী উপ-পরিদর্শক) মহসিন দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে থানার চত্বরে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে এএসআই মহসিনের মাথা ও হাতে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। 

এ সময় এএসআই মহসিন চিৎকার দিলে থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয়রা ছুটে এসে হামলাকারীকে ধাওয়া করে। পরে হামলাকারী পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় ভর্তি হওয়ায় তাকে ধরা যায়নি। 

ঘটনার পর থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় শত শত মানুষ দুর্বৃত্তকে খুঁজতে থাকে বের করতে তৎপর হয়ে ওঠে। আহত এএসআই মহসিনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রাথমিক ধারণা, হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং তাকে আটকে অভিযান চলছে। গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।

NJ
আরও পড়ুন