জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উত্তরের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই পঞ্চগড়ের এই বন্দরটিতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ। তবে ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটি। তাই আজ বাংলাবান্ধা দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

জানা যায়, বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটানের সংযোগস্থল বাংলাবান্ধা স্থলবন্দরটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে ব্যবহৃত হয়। সরকারি ছুটিতে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাবান্ধা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।
