গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পথচারীরা জানায়, ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয় । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেন নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
