ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোবিন্দগঞ্জে আইনজীবী সমিতির সম্পাদক আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ভবেশ চন্দ্র সরকারকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থান সূত্র জানায়, অ্যাড. ভবেশ চন্দ্র সরকারকে গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন তার নিজ বাসভবন থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়। ভবেশ সরকার আইনজীবী সমিতি ও আওয়ামী লীগ নেতা ছাড়া উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের গোবিন্দগঞ্জ শাখার সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। সরকার বিরোধী নানা কর্মকাণ্ড ও তৎপরতায় জড়িত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

JMR
আরও পড়ুন