বাংলাদেশ দলিল লেখক সমিতির কুড়িগ্রাম সদর শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিত নেতাদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সদর সাব-রেজিস্ট্রার অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস এবং বিশেষ অতিথি ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মো. সবুজ মিয়া। নব-নির্বাচিত ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ৩ বছর দায়িত্ব পালন করবে।
এর আগে গত ১ আগস্ট সকলের সম্মতিতে কুড়িগ্রাম সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হকসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন, দলিল লেখক সমিতির স্বার্থে নতুন নেতৃত্বকে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে।
বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা 