সুপারিশ, হয়রানি ও উৎকোচ ছাড়াই মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন খরচে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন লালমনিরহাটের ১৭ তরুণ-তরুণী। এতে ১৫ জন তরুণ এবং ২ জন তরুণী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে চাকরি প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি'র কার্যালয় ইলিয়াছ হোসেন, পিপিএম-সেবা, রংপুর রেঞ্জ, রংপু সহ লালমনিরহাট (ডিবি ওসি) সাদ আহম্মেদ উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রার্থীদের অভিভাবকরাও এ সময় উপস্থিত ছিলেন।
১২০ টাকায় সরকারী চাকুরী পাওয়া বিষয়ে পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, লালমনিরহাটের প্রায় ১৮৪৪ জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবদন করেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৪৬ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং প্রাথমিকভাবে ১৭ জন নির্বাচিত হয়েছেন। অপেক্ষমান রয়েছেন ৩ জন।
নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ১২০ টাকায় আপনাদের সরকারি চাকরি হয়েছে। এ সুযোগে বিভিন্ন প্রতারক চক্রের সদস্যরা আপনাদের সাথে যোগাযোগ করে তারা চাকরি পাইয়ে দিয়েছেন বলে প্রলোভন দেখিয়ে প্রতারণা করতে পারে। এমন ঘটনা ঘটলে বিষয়টি পুলিশ সুপারকে জানালে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন তারা