ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুন্দরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের বাউন্ডারি ওয়াল ও গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ চারজন আহত হয়েছেন।
 
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় সুন্দরগঞ্জ থেকে বাসটি যাত্রী নিয়ে রংপুর যাওয়ার পথে বামনডাঙ্গা রামধন নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বামনডাঙ্গা পল্লীবন্ধু হাসপাতালে নিয়ে যান।
 
 
স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা অর্ণব পরিবহন নামক বাসটি রংপুরের উদ্দেশে রওনা দিলে বামনডাঙ্গা রামধন নামক স্থানে এসে বৃষ্টির সম্মুখীন হয়। এ অবস্থায় বাসের সামনের গ্লাসে পানির কারণে চালক দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালকসহ ৪ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। 
 
বাসের যাত্রী খোকন মিয়া জানান, বাসটিতে তেমন গতি ছিল না। বৃষ্টির জন্য বামনডাঙ্গা থেকে ধীরে ধীরে এলেও রামধন স্কুলের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।  
NJ
আরও পড়ুন