ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুড়িগ্রামে সাইবার বুলিং বন্ধে প্রশাসনকে স্মারকলিপি প্রদান

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম
কুড়িগ্রাম জেলায় ক্রমবর্ধমান সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল পেজ বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন জুভেন্স রাইট নেট।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজের হাতে গুরুত্বপূর্ণ ৫টি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন জুভেন্স রাইট নেটের কেন্দ্রীয় সভাপতি মুজাহিদ ইসলাম জয়।
দাবিগুলো হলো- জেলার সব অশালীন ও মানহানিকর ফেসবুক পেজ ও আইডি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও বন্ধের উদ্যোগ গ্রহণ, এসব পেজ বা আইডি পরিচালনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সাইবার সচেতনতা কার্যক্রম ও সেমিনার আয়োজন করা, জেলা পর্যায়ে একটি সাইবার হেল্পডেস্ক বা হটলাইন চালু করে ভুক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় গণমাধ্যম, সংগঠন ও তরুণ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে প্রচার-প্রচারণা বৃদ্ধি করা। 
 
এ সময় উপস্থিত ছিলেন জুভেন্স রাইট নেটের কেন্দ্রীয় সহ-সভাপতি আরাফাত হোসাইন, জেলা সভাপতি সাবিহা কবীর এবং সাধারণ সম্পাদক মাহিয়া জান্নাত রোজ প্রমুখ।
NJ
আরও পড়ুন