ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম সজিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুদর্শন রপ্তান ও ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক প্রমুখ। 
সভায় গতমাসের রেজুলেশন উপস্থাপন ও সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম।
NJ
আরও পড়ুন