ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন 

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠনও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিউজে)। 
 
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন কেজিইউজের ৯টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক। 
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সাওরাত সোহেল ও খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ। 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ। সমাবেশে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
NJ
আরও পড়ুন