গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে। এছাড়া পিটিয়ে হত্যায় জড়িত অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মামলা দায়ের করেছে।
জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৩টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সীমান্তবর্তী মাজার এলাকায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের হেলালী পাড়ার কৃষক আব্দুস সালামের বসতবাড়ির সংলগ্ন গোয়ালঘরের ইটের দেওয়াল ভেঙ্গে একদল চোর ৩টি গরু চুরি করে পিকআপ যোগে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশীরা সহ আশপাশের লোকজন ও ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সংঘবদ্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে চোরের দলকে ধাওয়া করলে চোরের দল দ্রুত পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসীর বাঁধার মুখে পিকআপ থেকে ৩ জন চোর রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
উত্তেজিত জনতা ইটপার্টকেল ছুড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন। খবর পেয়ে রোববার সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়। আর আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ও আহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন্স টিম ও কাজ করে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা না গেলেও ক্রাইম সিন্স টিম ও থানা পুলিশের তৎপরতায় সোমবার (৩ নভেম্বর) নিহতদের পরিচয় জানা সম্ভব হয়েছে।
নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), একই উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮) ও বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)।
এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত আজ সকালে সম্পন্ন হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে আজ দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম নিশ্চিত করেন।
গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযোগ, স্বামী পলাতক
প্রেমের জেরে ২ কিশোরের দ্বন্দ্ব, একজনকে পিটিয়ে হত্যা