ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পঞ্চগড়ের নতুন ডিসি কাজী সায়েমুজ্জামান

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন দুদকের আলোচিত পরিচালক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করা কাজী মো. সায়েমুজ্জামান। বর্তমান জেলা প্রশাসক সাবেত আলীর স্থলাভিষিক্ত হবেন তিনি। 

এদিকে পঞ্চগড়ের বর্তমান জেলা প্রশাসক মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

কাজী মো. সায়েমুজ্জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। গত ১০ ফেব্রুয়ারি থেকে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি দুদকের পরিচালক, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাধারে একজন লেখক এবং সাংবাদিকতা করতেন বলে জানা গেছে। 

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে আরও ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এসব জেলার নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

অন্তবর্তীকালিন সরকার গত দুইদিনে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন।

NJ
আরও পড়ুন