ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

দিনাজপুরের নশিপুরে মিনিবাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। 

শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর এলাকায় ধান গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), সদর উপজেলার খানপুর কুতৈর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা নানি-নাতনি। এ ঘটনায় নিহত অপর ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইজিবাইকে থাকা মকবুল হোসেন (৭৯) বলেন, পরিবারের সবাইকে নিয়ে তিনি কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার খানপুর গ্রামে। গম গবেষণা কেন্দ্রের অফিস পার হওয়ার পরে সামনে থেকে একটি বাস এলোমেলোভাবে এসে ইজিবাইকে ধাক্কা মারে। এরপর কি হয়েছে কিছু বলতে পারছি না। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বেলা ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়। 

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

NJ
আরও পড়ুন